শিরোনাম

পুলিশের নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করছে সেনাবাহিনী: আইজিপি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে
পুলিশের নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করছে সেনাবাহিনী : আইজিপি

পুলিশের স্থাপনা এবং পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সহায়তা করছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মঙ্গলবার (৬ আগস্ট) এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান।

আইজিপি তার বক্তব্যের শুরুতে বলেন, “বাংলাদেশ পুলিশের যেসব সদস্য দায়িত্ব পালনকালে জীবন হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করছি। যাদের আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাদের চিকিৎসা নিশ্চিত করা হবে।”

পুলিশ সদস্য ও স্থাপনায় আক্রমণ না হওয়ার জন্য রাজনৈতিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছে আহ্বান জানান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, “বাংলাদেশ পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা ও দাবির যৌক্তিক সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে। পুলিশ সদস্যদের নিজেদের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের অনুরোধ করছি। আশা করি, সবার সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।”