বগুড়া সদর ও দুপচাচিয়া উপজেলায় এক এক করে মোট দুই জনের মৃত্যু ঘটেছে। অভিযোগ উঠেছে যে, পুলিশ গুলির ঘটনায় তারা নিহত হন। নিহতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দাবির আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।
জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে বগুড়ার সদরের বড়গোলা এলাকায় আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের মধ্যে পুলিশের গুলিতে আহত হন আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবক। তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, দুপুর সোয়া একটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলার দুপচাচিয়া উপজেলায় মনিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি দুপুর ১২টার দিকে মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন শফিউল আজম।
এদিকে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আজ ১১ জন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন। এছাড়া, বিভিন্ন হাসপাতালে ২০ থেকে ২৫ জন চিকিৎসা গ্রহণ করেছেন।