বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছয় দিনে ৫ কোটি ৭৩ লাখ টাকার বেশি নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) একদিনেই টিএসসিতে সাধারণ মানুষের অনুদানে ৮১ লাখ ৬১ হাজার ৩শ’ টাকা জমা হয়েছে, এমনটাই জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমন্বয়করা এই তথ্য জানান। তারা বলেন, দুর্গম এলাকায় আড়াই হাজারেরও বেশি সেনাসদস্য ত্রাণ কার্যক্রমে নিয়োজিত আছেন। তবে টিএসসিতে জমে থাকা কাপড়ের বস্তা দেখে কিছু গুজব ছড়ানো হচ্ছে যে ত্রাণ পৌঁছায়নি। এই দাবি ভুল উল্লেখ করে তারা জানান, দু-একদিনের মধ্যেই সেসব ত্রাণ পাঠানো হবে।
যেসব দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি, সেখানে নগদ অর্থ প্রদান করা হচ্ছে। স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া চিনি, গুড় ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের সংকটের কথা উল্লেখ করে, ট্যাবলেট ব্যবহারের নিয়ম সবাইকে জানাতে অনুরোধ করা হয়েছে।
No tags found for this post.