জাতিসংঘ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সহিংস হামলা থেকে রক্ষা করতে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
গতকাল মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, “মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে।” তিনি আরও জানান, বাংলাদেশে চলমান আন্দোলনের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
আন্দোলনের পটভূমি
ঢাকাসহ সারা দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। সোমবার সংঘর্ষ হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে সারা দেশে ছয়জন নিহত হন।
ইউজিসির নির্দেশনা
মঙ্গলবার দিনভর ব্যাপক সহিংসতার পর দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা দিয়ে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দেয় ইউজিসি।
No tags found for this post.