শিরোনাম

বাড়ছে না বিদ্যুৎ ও গ্যাসের দাম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জ্বালানি তেল ও এলপি গ্যাসের মাসিক মূল্য সমন্বয় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এই সিদ্ধান্তের ফলে আপাতত জ্বালানি তেল ও এলপি গ্যাসের দাম বাড়বে না।

গতকাল রবিবার, অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তার প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। পরে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন, ২০২৩-এর ৩৪ক ধারা অনুযায়ী, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং এর ফলে জনমনে অসন্তোষ সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে, মূল্য বৃদ্ধির প্রস্তাব আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য, সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে জ্বালানি খাতে ভর্তুকি তুলে নেওয়ার পরিকল্পনা করেছিল, যার ফলে প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হত।

No tags found for this post.