শিরোনাম

বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস ১৩ জুন থেকে শুরু হবে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিগত বছরের মতো এবারও ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী ১৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি।
সোমবার থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো হতে অগ্রিম টিকেট বিক্রয় শুরু হয়েছে এবং ১৮ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।
ঢাকা মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) হতে নিম্নবর্ণিত রুটসমূহের (ঢাকা হতে) অগ্রিম টিকেট বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে-ঢাকা-রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নওগাঁ, কুষ্টিয়া, বরিশাল, গোপালগঞ্জ, জয়পুরহাট, জামালপুর ও কলমাকান্দা রুটে।
কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে-ঢাকা-রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, সৈয়দপুর, ঠাকুরগাঁও, বরিশাল, গোপালগঞ্জ, গাইবান্ধা, বগুড়া, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, কুষ্টিয়া, নাগরপুর, পাটুরিয়া ও নালিতাবাড়ি রুটে। গাবতলী বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-রংপুর, ভাটিয়াপাড়া ও পাটুরিয়া রুটে। জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে- ঢাকা-রংপুর, দিনাজপুর, নওগাঁ, ময়মনসিংহ, সিবিএস ২ (গুলিস্তান)-বরিশাল ও বগুড়া রুটে। মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে- ঢাকা-ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড়, স্বরুপকাঠী, গোপালগঞ্জ ও বগুড়া রুটে।
মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে-ঢাক-রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, বগুড়া, নওগাঁ, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ রুটে।
গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে- গাজীপুর-খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া ও ময়মনসিংহ রুটে। যাত্রাবাড়ি বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-রংপুর, দিনাজপুর, খুলনা, কুড়িগ্রাম, ভাঙ্গা ও বরিশাল রুটে।
নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণ থাকবে-ঢাকা-ফরিদপুর, বরিশাল, হবিগঞ্জ, রংপুর, লালমনিরহাট, নওগাঁ, নেত্রকোনা ও বগুড়া রুটে।
কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে- কুমিল্লা-সিলেট ও সুনামগঞ্জ রুটে। নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে- ঢাকা-পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, নওগাঁ ও বগুড়া রুটে। সিলেট বাস ডিপোর নিয়ন্ত্রণে- সিলেট-চট্টগ্রাম, লক্ষীপুর, ময়মনসিংহ, রংপুর ও তারাকান্দি রুটে।
দিনাজপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে- দিনাজপুর-ঢাকা (গাবতলী) রুটে। সোনাপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে- সোনাপুর-চট্টগ্রাম ও বরিশাল রুটে। বগুড়া বাস ডিপোর নিয়ন্ত্রণে- বগুড়া-রংপুর রুটে। রংপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে- রংপুর-মোংলা ও ঢাকা রুটে।
খুলনা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে- খুলনা-ঢাকা, শ্যামনগর-কিশোরগঞ্জ ও রংপুর রুটে। পাবনা বাস ডিপোর নিয়ন্ত্রণে-পাবনা-গাজীপুর চৌরাস্তা রুটে। ময়মনসিংহ বাস ডিপোর নিয়ন্ত্রণে- ঢাকা-ময়মনসিংহ, ফুলপুর, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম রুটে।
চট্টগ্রাম বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে- চট্টগ্রাম-রংপুর, বরিশাল, ভোলা (চরফ্যাশন), মজুচৌধুরীর হাট ও চাঁদপুর রুটে। টুঙ্গীপাড়া বাস ডিপোর নিয়ন্ত্রণে- ঢাকা-পাটগাতি রুটে। বরিশাল বাস ডিপোর নিয়ন্ত্রণে- বরিশাল-ঢাকা ও রংপুর রুটে।
যাত্রী সাধারণকে বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ সেবা গ্রহণ করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) অনুরোধ জানিয়েছে। বাস রিজার্ভেশনের জন্য নিচে উল্লেখিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ম্যানেজার যথাক্রমে মতিঝিল বাস ডিপো- মোবাইলঃ ০১৭১৮-১৮৩৫৮৯, কল্যাণপুর বাস ডিপো- মোবাঃ ০১৭১৫-৬৫২৬৮৩, গাবতলী বাস ডিপো- মোবাঃ ০১৭১৭-৭৬৩৮২০, জোয়ারসাহারা বাস ডিপো- মোবাঃ ০১৭১৬-৬৮৪১৪৪, মিরপুর বাস ডিপো- মোবাঃ ০১৭৪০-০৯৮৮৮৮, মোহাম্মদপুর ডিপো- মোবাঃ ০১৭১০-৮১৫৮৫৬, গাজীপুর বাস ডিপো- মোবাঃ ০১৯৬৪-৩৭৭৯৭৫, যাত্রবাড়ী বাস ডিপো- মোবাঃ ০১৭১১-৩৯১৫১৪, নারায়ণগঞ্জ বাস ডিপো- মোবাঃ ০১৯১৯-৪৬৫২৬৬, কুমিল্লা বাস ডিপো- মোবাঃ ০১৭৩৬-৯৮৪৯৩৫, নরসিংদী বাস ডিপো- মোবাঃ ০১৯১২-৭৭০৮৬৪, দিনাজপুর বাস ডিপো- মোবাঃ ০১৭১২-৩৮২১৪৪, সোনাপুর বাস ডিপো- মোবাঃ ০১৯১৬-৭২১০৪৪, বগুড়া বাস ডিপো- মোবাঃ ০১৯১৩-৭৪১২৩৪, খুলনা বাস ডিপো- মোবাঃ ০১৮১৪-৪৯৮৬৬১, পাবনা বাস ডিপো- মোবাঃ ০১৭১৫-১০৩৪২৪, ময়মনসিংহ বাস ডিপো- মোবাঃ ০১৭৫৮-৮৮০০১১, চট্টগ্রাম বাস ডিপো- মোবাঃ ০১৭৯৮-১৩১৩১৩, টুঙ্গীপাড়া বাস ডিপো- মোবাঃ ০১৭১২-১৮৭৭৯০, বরিশাল বাস ডিপো-মোবাঃ
০১৭১১-৯৯৮৬৪২ ও সিলেট বাস ডিপো- মোবাঃ ০১৭১০-৩৫৮১৪২।