শিরোনাম

বিএনপির নেতা-কর্মীরা লুটপাটে জড়িত নয়: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের কর্মীরা কোনো লুটপাটে জড়িত নয়। তবে, যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বুধবার (২৮ আগস্ট) সকালে গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন যে, ছাত্র-জনতার আন্দোলনকে বানচাল করতে বিদেশ থেকে প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, ব্যাপকভাবে মামলা করার ফলে আন্দোলনের মজবুতিতে কোনো প্রভাব পড়বে না। মামলার আগে দলের কর্মীদের সতর্কতার আহ্বান জানান তিনি।

এছাড়া, এক এগারোর সময়ের মতো বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।