শিরোনাম

বিপৎসীমার নিচে নেমেছে গোমতী নদীর পানি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে
বিপৎসীমার নিচে নেমেছে গোমতী নদীর পানি

কুমিল্লার গোমতী নদীর পানি অবশেষে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। বর্তমানে নদীর পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচে রয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান জানান, গোমতী নদীর পানি কমছে এবং বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি উন্নতির দিকে অগ্রসর হচ্ছে।

এর আগে, ২২ আগস্ট রাতে গোমতীর পানি বিপৎসীমার সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছিল। ওইদিন রাত ১২টার দিকে নদীর বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবাহিত হয়। এর ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়।

No tags found for this post.