শিরোনাম

বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে
বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

আজ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়সহ, খুলে দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়, যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণি কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ইতোমধ্যে অন্তত ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। অনেক শিক্ষক, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর এবং রেজিস্ট্রারও পদত্যাগ করেছেন বা ক্যাম্পাসে উপস্থিত হচ্ছেন না।

অনেকের মতে, বর্তমান পরিস্থিতিতে শ্রেণি কার্যক্রম শুরু করার আগে ছাত্র-শিক্ষকদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। ফলে আজ থেকেই সব বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গভাবে শ্রেণি কার্যক্রম শুরু করা সম্ভব নাও হতে পারে।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানো হয়েছে। এর আগে, ১৪ আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পুরোপুরি শুরু হয়েছে।