শিরোনাম

মানুষের অধিকার প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় নিরবচ্ছিন্ন কাজ করবে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেলের প্রতিশ্রুতি

নব নিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় নিরবচ্ছিন্নভাবে কাজ করবে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি সকল আন্দোলনের শহীদ শিক্ষার্থীদের স্মরণ করে বলেন, “আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের দেশ। রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

মো. আসাদুজ্জামান সুপ্রিমকোর্ট পুনরায় চালু করার আহ্বান জানিয়ে বলেন, “নতুন সরকার বিচারপতিদের বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

তিনি আরও উল্লেখ করেন, “নোবেলজয়ী ড. ইউনূস এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবেন।”

No tags found for this post.