সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সমর্থনে পুরান ঢাকার নিম্ন আদালতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা।
বুধবার দুপুর ১২:৪৫ নাগাদ আইনজীবীদের একটি দল ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভ মিছিলটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কিছুক্ষণ অবস্থান করে এরপর ঢাকা আইনজীবী সমিতির দিকে ফিরে যায়। এ সময় তারা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে ঢাকার নিম্ন আদালতে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা আদালতের প্রধান ফটকগুলো বন্ধ করে রেখেছে এবং শুধুমাত্র আইনজীবী, সহকারী ও জরুরি কাজে আগত ব্যক্তিদের আদালত চত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।