শিরোনাম

মোবাইল ইন্টারনেটে ধীরগতি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

দেশের বিভিন্ন এলাকায় তিন দিন ধরে মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত মোবাইল ফোর-জি ইন্টারনেট ব্যবহারে ধীরগতি এবং কিছু এলাকায় ইন্টারনেট পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারে একেবারেই ঢোকা যাচ্ছে না বলেও জানা গেছে। এর ফলে, মোবাইল যোগাযোগে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবহারকারীরা। তবে, ব্রডব্যান্ড সেবা নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করা যাচ্ছে বলে জানা গেছে।
রাজধানীতে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। তারা জানাচ্ছেন যে, মঙ্গলবার বিকালের পর থেকে সমস্যা শুরু হয়ে বুধবার দুপুরের পর পর্যন্ত মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের গতি কমে গেছে। এতে করে তারা বিভিন্ন ধরনের অসুবিধার মুখোমুখি হচ্ছেন। বিশেষত ম্যাসেজিং অ্যাপগুলো ব্যবহারে অসুবিধা হচ্ছে বলে তারা জানাচ্ছেন। অতএব, ডিজিটাল লেনদেনের সমস্যাও তাদের দিকে প্রতিক্ষিত রয়েছে।

তবে এই বিষয়ে মোবাইল ইন্টারনেটের ধীরগতির সমস্যার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো অপারেটর বা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

No tags found for this post.