রাজশাহী বিশ্ববিদ্যালয় আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৭টি আবাসিক হলের শিক্ষার্থীদের আজ দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট জরুরি সভা করে প্রায় দেড় ঘণ্টার আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়। রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় বন্ধের কারণ
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।”
মেস ও বাসা ছাড়ার নির্দেশ
রাজশাহী মহানগরের সব ছাত্রাবাস, ছাত্রীনিবাস, এবং ফ্ল্যাট বাসায় অবস্থানরত শিক্ষার্থীদেরও আজ দুপুর ১২টার মধ্যে মেস ছাড়ার নির্দেশ দিয়েছে রাজশাহী মহানগর মেস মালিক সমিতি। গতকাল রাতে সমিতির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়। এতে সই করেছেন সমিতির সভাপতি মো. এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক এ এস এম ওমর শরীফ, এবং যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার আহমেদ।
দেশব্যাপী বিশ্ববিদ্যালয় বন্ধ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গতকাল দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পাঠানো চিঠিতে শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
কোটা সংস্কার আন্দোলন ও সংঘর্ষ
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে গতকাল ও আগের দিন সোমবার দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছয়জন নিহত হয়েছেন।