৯ দফা দাবি আদায়ে আগামী রবিবার (০৪ আগস্ট) থেকে লাগাতার ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে, আগামীকাল শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায় যে, তারা সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবি আদায়ের জন্য আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এছাড়া রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সারাদেশের জনগণকে অলিগলিতে, পাড়ায়-পাড়ায় সংগঠিত হয়ে এই কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।
এর আগে শুক্রবার রাত ৮টার কিছু আগে ফেসবুক লাইভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন।