শিরোনাম

শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ পরিদর্শক বরখাস্ত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার পরিদর্শক মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএমপির বিবৃতিতে জানানো হয়েছে, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সময় ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। তার এই অপেশাদার আচরণে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যা বরখাস্তের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। উল্লেখ্য, আন্দোলনরত শিক্ষার্থীদের জামায়াত-শিবির হিসেবে আখ্যায়িত করার জন্যও তাকে সমালোচিত হতে হয়েছিল। সেই সময় তার এই মন্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

No tags found for this post.