সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতা শাহবাগে প্রবেশ শুরু করেছে। তাদের মধ্যে বিজয় উল্লাস পরিলক্ষিত হচ্ছে। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সবাইকে শাহবাগে আসার আহ্বান জানিয়েছেন।