নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম পুলিশের সব সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে তাদের নিজ নিজ ইউনিটে যোগ দিতে নির্দেশ দিয়েছেন।
বুধবার (৭ আগস্ট) বিকেলে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এই নির্দেশনা দেন।
আইজিপি মো. ময়নুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা দায়িত্ব পালন করতে পারিনি, যার ফলে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। অনেক পুলিশ সদস্য তাদের স্ব-স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে শুরু করার জন্য সকলকে নির্দেশ দেয়া হচ্ছে। তাই আগামী ২৪ ঘণ্টা, অর্থাৎ ৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সবাইকে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে।
ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুলত্রুটির কথা স্বীকার করে আইজিপি মো. ময়নুল ইসলাম বলেন, ‘ছাত্র, সাধারণ মানুষ এবং পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। এর জন্য আমি আইজিপি হিসেবে দুঃখ প্রকাশ করছি।’ তিনি আরও বলেন, ‘জননিরাপত্তাকে গুরুত্ব দিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
যেসব পুলিশ সদস্যের অতিরিক্ত উৎসাহ এবং পেশাদার আচরণের কারণে পরিস্থিতির অবনতি হয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।