শিরোনাম

সাবেক প্রতিমন্ত্রী পলক ও ডেপুটি স্পিকার টুকু গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
সাবেক প্রতিমন্ত্রী পলক ও ডেপুটি স্পিকার টুকু গ্রেফতার

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে খিলক্ষেত থানা পুলিশ।

জানা গেছে, গত ১৯ জুলাই পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক কামাল উদ্দিন নিহত হন। তার স্ত্রী ফাতেমা পল্টন থানায় এ ঘটনায় মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

এর আগে, ৬ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছিল।

আইসিটি মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, জুনাইদ আহমেদ পলকের মৌখিক নির্দেশে প্রশাসনিক অনুমোদন ছাড়াই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। একইসঙ্গে বিটিআরসি চেয়ারম্যান এবং সাবেক এনটিএমসির ডিজিকে ইন্টারনেট বন্ধের জন্য দায়ী করা হয়েছে।

এছাড়া, বুধবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার রাতে নৌপথে পালানোর সময় কোস্টগার্ডের হাতে গ্রেফতার হন তারা।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •