বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আওতায় আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন একদল তরুণ ও যুবক। বেলা ২টা ৪০ মিনিটে প্রতিবেদনের সময় তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
জুমার নামাজের পর আজ বেলা ১টা ৫০ মিনিটের দিকে সায়েন্স ল্যাব মোড়ের বায়তুল মামুর জামে মসজিদের সামনে থেকে তরুণ ও যুবকেরা মিছিল বের করেন। সেখানে আগেই পুলিশ উপস্থিত ছিল, তবে তারা আন্দোলনকারীদের কোনো বাধা প্রদান করেনি।