শিরোনাম

“সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা”

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা

একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত অসহযোগ আন্দোলনে গোটা দেশ স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে সান্ধ্য আইন কার্যকর থাকবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতির জন্য ১৯ জুলাই সারা দেশে কারফিউ জারি করে সরকার। প্রথমে ওই দিন রাত ১২টা থেকে কারফিউ শুরু হয়, এবং পরবর্তীতে এলাকাভেদে আলাদাভাবে বিরতি (শিথিল) দেওয়া হয়।

গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে এবং আজ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেয়।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • কারফিউ
  •