ঈদের আগে সড়কে কোরবানির পশুর হাট বসলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
সোমবার (১০ জুন) রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় রেলগেটের দুপাশের রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
উত্তরের মেয়র বলেন, এবছর কোনো হাট থেকে পশুর বেচাকেনা সড়কে হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে হাট কর্তৃপক্ষের জামানত বাজেয়াপ্তের পাশাপাশি জরিমানা করা হবে বলেও জানান তিনি।
এছাড়া তিনি আশ্বস্ত করেন, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল হাটের ব্যবস্থাও থাকবে।