কোটা সংস্কার আন্দোলনজনিত পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা ১১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানিয়েছেন যে, কোটা সংস্কার আন্দোলনের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা ১১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর আগে তিন দফায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
প্রথমে ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর দ্বিতীয় দফায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে, ৪ আগস্ট পরবর্তী পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল।