শিরোনাম

দেউলিয়া হওয়ার পথে দেশের ১০ ব্যাংক: গভর্নর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

দেশের ১০টি ব্যাংক জালিয়াতি ও লুটপাটের কারণে দেউলিয়ার পথে রয়েছে। তবে অন্তর্বর্তী সরকার এই ব্যাংকগুলোকে রক্ষা করার চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রোববার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য দেন।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “আমরা আশা করছি কোনো ব্যাংক দেউলিয়া হবে না, তবে সত্য হলো যে অনেক ব্যাংক বর্তমানে দেউলিয়ার অবস্থায় রয়েছে। কিন্তু আমরা কাস্টমারদের স্বার্থ রক্ষা করবো এবং এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবো। ইনশাআল্লাহ, এগুলো ঘুরে দাঁড়াবে।”

তিনি আরও বলেন, “প্রায় ১০টি ব্যাংক দেউলিয়ার পথে আছে। তবে আমরা সেগুলোকে পুনর্গঠন করবো। প্রয়োজনে মিশ্রণ বা মার্জারের মাধ্যমে সমাধান করা হবে। কাস্টমাররা ক্ষতিগ্রস্ত হবে না।”

গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের জন্য কেন্দ্রীয় ব্যাংক ডিপোজিট ইনস্যুরেন্স স্কিমের সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক খাতের অবস্থা নিয়ে গভর্নর আশ্বাস দেন যে ৯৫ শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিত করা হবে। তিনি বলেন, “বিশ্বের কোনো দেশেই ব্যাংকিং খাতের আমানতের শতভাগ গ্যারান্টি নেই, তবে আমরা ৯৫ শতাংশ গ্রাহকের স্বার্থ রক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছি।”

দেউলিয়ার পথে থাকা ব্যাংকগুলোর নাম উল্লেখ না করে তিনি জানান, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি, তা এস আলম গ্রুপের হোক কিংবা সালমান এফ রহমানের। তবে তিনি সতর্ক করে বলেন, “যদি কেউ এস আলমের সম্পত্তি কিনতে চায়, তাহলে সেটা নিজ দায়িত্বে কিনবে, বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কোনো দায় নেবে না।”

টাকা ছাপানোর বিষয়ে গভর্নর বলেন, “আমরা টাকা ছাপানোর পরিকল্পনা করছি না। যদি আমরা টাকা ছাপিয়ে সব ব্যাংকের দায় শোধ করতে চাই, তবে আমাদের লক্ষ কোটি টাকা ছাপাতে হবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাদের লিক্যুইডিটি সংকট আছে, তাদের জন্য ব্যাংকিং খাত থেকেই উদ্ভাবনী পদ্ধতিতে সমাধান দেওয়া হবে।”

আলোচিত নীতিমালাগুলোর সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের যেসব নীতি সমালোচিত হয়েছে, সেগুলো পুনর্বিবেচনা করা হবে।”

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250