শিরোনাম

কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত দলের ৩ জনের আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেওয়া ডাকাত দলের তিন সদস্য আত্মসমর্পণ করেছে। তাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তিন ডাকাত আত্মসমর্পণ করেছে এবং তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে অস্ত্রসহ ডাকাত দল ব্যাংকে প্রবেশ করে। তারা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকদের জিম্মি করে ফেলে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাংকটি ঘিরে ফেলে।

ব্যাংকের ভেতরে আটকা পড়া গ্রাহক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজনও ঘটনাস্থলে ভিড় জমায়। ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল জানান, গ্রাহক ও কর্মচারীদের উদ্ধারে কার্যক্রম চালানো হচ্ছে।

রূপালী ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) ইসমাইল হোসেন শেখ বলেন, তিন ডাকাত ব্যাংকে ঢুকে আটকা পড়ার পর নিরাপদে বের হওয়ার সুযোগ এবং ১৫ লাখ টাকা দাবি করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর চাপে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়।