শিরোনাম

৪৩ শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গির জামিন, কারাগার থেকে পালানো ৯০০ বন্দি এখনো পলাতক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানিয়েছেন, ৫ আগস্টের পর থেকে ৪৩ জন শীর্ষ সন্ত্রাসী, আলোচিত বন্দি এবং জঙ্গি জামিন পেয়েছেন।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন কারাগারে বন্দিরা বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং বিদ্রোহে লিপ্ত হন। এতে কারাগারগুলোর ওপর বাইরের হামলা ও ভাঙচুর চালানো হয়। এর ফলে, ২ হাজারেরও বেশি বন্দি পালিয়ে যান। এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, যাবজ্জীবন এবং অন্যান্য সাজাপ্রাপ্তসহ বিচারাধীন বন্দিরাও ছিলেন। এখন পর্যন্ত ৯০০ জনেরও বেশি বন্দি পলাতক রয়েছেন। পালিয়ে যাওয়া ৯৮ জন জঙ্গির মধ্যে ৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন, এবং এখনও ৭০ জন জঙ্গি পলাতক রয়েছে। তাদের ধরতে গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরে কারা নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইজি প্রিজন্স।

তিনি আরও জানান, কিছু কারাগারে বন্দিরা পলায়নের সময় গোলাবারুদ লুটের ঘটনাও ঘটেছে। এর মধ্যে বেশ কয়েকজন বন্দি মৃত্যুবরণ করেছেন এবং অনেক কারা কর্মকর্তা ও কারারক্ষী গুরুতর আহত হয়েছেন। অগ্নিসংযোগ ও ভাঙচুরের ফলে দুটি কারাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কারা কর্মকর্তাদের আবাসস্থলও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেনাবাহিনীর তাৎক্ষণিক সহায়তায় অন্যান্য কারাগারগুলো সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে।

পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়া অধিকাংশ বন্দিকে ফেরত আনা হয়েছে। এর মধ্যে কেউ স্বেচ্ছায় ফিরে এসেছে, বাকিদের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। কারাগারের লুটকৃত অস্ত্র এবং গোলাবারুদের একটি উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে, এবং অবশিষ্ট অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।