ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে আওয়ামীপন্থি পাঁচ শিক্ষককে বাদ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘ল রিভিউ কমিটি’র সুপারিশ অনুযায়ী, তারা আর সদস্য থাকার যোগ্য নন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।
সিন্ডিকেট থেকে বাদ পড়া পাঁচ শিক্ষক হলেন:
প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, সিন্ডিকেটে নির্বাচিত সদস্যদের বাদ দেওয়ার ক্ষমতা প্রশাসনের নেই। তবে শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের নিয়ে আইনি মতামতের জন্য ‘ল রিভিউ কমিটি’র শরণাপন্ন হওয়া হয়।
কমিটির পর্যালোচনায় দেখা গেছে:
প্রক্টর জানান, অধ্যাপক ক্যাটাগরির প্রতিনিধি যেহেতু তার বর্তমান পদে বহাল আছেন, তিনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, শূন্যপদগুলো পরবর্তী নির্বাচনের মাধ্যমে পূরণ করা হবে।
এর আগে, গত ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আচার্য মনোনীত তিন সিন্ডিকেট সদস্যকেও পরিবর্তন করা হয়েছিল।
প্রক্টর উল্লেখ করেন, বিগত সময়ে নিপীড়ন ও নির্যাতনের অভিযোগ এবং শিক্ষার্থীদের ক্ষোভের কারণে এই বিষয়টি আলোচনায় আসে। ফলে সদস্যদের যোগ্যতা নিয়ে আইনগত বিশ্লেষণ করা হয়।
No tags found for this post.