শিরোনাম

ঢাবির সিন্ডিকেট থেকে বাদ পড়লেন আওয়ামীপন্থি ৫ শিক্ষক 

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে আওয়ামীপন্থি পাঁচ শিক্ষককে বাদ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘ল রিভিউ কমিটি’র সুপারিশ অনুযায়ী, তারা আর সদস্য থাকার যোগ্য নন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ

সিন্ডিকেট থেকে বাদ পড়া শিক্ষকরা

সিন্ডিকেট থেকে বাদ পড়া পাঁচ শিক্ষক হলেন:

  1. অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ (সাবেক ডিন, বিজ্ঞান অনুষদ)
  2. অধ্যাপক ড. মাসুদুর রহমান (সাবেক প্রভোস্ট, হাজী মুহাম্মদ মুহসীন হল)
  3. অধ্যাপক আবু হোসাইন মোহাম্মদ আহসান (লোক প্রশাসন বিভাগ)
  4. সহযোগী অধ্যাপক শরীফ উল ইসলাম (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ)
  5. সহকারী অধ্যাপক মাহিন মোহিদ (উদ্ভিদবিজ্ঞান বিভাগ)

আইনি পর্যালোচনার ভিত্তিতে বাদ দেওয়ার কারণ

প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, সিন্ডিকেটে নির্বাচিত সদস্যদের বাদ দেওয়ার ক্ষমতা প্রশাসনের নেই। তবে শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের নিয়ে আইনি মতামতের জন্য ‘ল রিভিউ কমিটি’র শরণাপন্ন হওয়া হয়।

কমিটির পর্যালোচনায় দেখা গেছে:

  1. ডিন ও প্রভোস্ট প্রতিনিধি:
    • দুই শিক্ষক ডিন এবং প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করেছেন। যেহেতু তারা আর সংশ্লিষ্ট পদে নেই, তাই তারা সিন্ডিকেটের সদস্য থাকার যোগ্য নন।
  2. পদোন্নতি পাওয়ায় অযোগ্যতা:
    • সিন্ডিকেটে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, এবং অধ্যাপক পদমর্যাদার একজন করে প্রতিনিধি থাকেন।
    • যারা পদোন্নতি পেয়ে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক বা সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হয়েছেন, তারা আগের ক্যাটাগরির প্রতিনিধি হিসেবে বৈধতা হারিয়েছেন।

অধ্যাপক ক্যাটাগরির সদস্য বহাল থাকবেন

প্রক্টর জানান, অধ্যাপক ক্যাটাগরির প্রতিনিধি যেহেতু তার বর্তমান পদে বহাল আছেন, তিনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, শূন্যপদগুলো পরবর্তী নির্বাচনের মাধ্যমে পূরণ করা হবে।

পূর্ববর্তী সিদ্ধান্ত

এর আগে, গত ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আচার্য মনোনীত তিন সিন্ডিকেট সদস্যকেও পরিবর্তন করা হয়েছিল।

সিন্ডিকেটে বাদ পড়ার পটভূমি

প্রক্টর উল্লেখ করেন, বিগত সময়ে নিপীড়ন ও নির্যাতনের অভিযোগ এবং শিক্ষার্থীদের ক্ষোভের কারণে এই বিষয়টি আলোচনায় আসে। ফলে সদস্যদের যোগ্যতা নিয়ে আইনগত বিশ্লেষণ করা হয়।