গতকাল বাংলাদেশ সীড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কৃষিবিদ সীডের চেয়ারম্যান ড. আলী আফজালের নেতৃত্বে হাইব্রিড ধানের উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা গতকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন কার্যালয়, মনিপুরী পাড়ায় অনুষ্ঠিত হয়।
সভায় এসিআই চেয়ারম্যান জনাব আনিস উদ দৌলা, সুপ্রিম সীডের চেয়ারম্যান কৃষিবিদ জনাব মোহাম্মদ মাসুম, লালতীর সীডের এমডি ড. মাহবুব আনাম, ন্যাশনাল এগ্রি কেয়ারের এমডি কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান, এসিআই সীডের বিজনেস ডিরেক্টর জনাব সুধীর চন্দ্র নাথ, ব্র্যাক সীডের এসোসিয়েট ডিরেক্টর মো. আজিজুল হক, ইস্পাহানি সীডের ডিরেক্টর এগ্রি বিজনেস জনাবা ফৌজিয়া ইয়াসমিন, বন্ধন সীডের এমডি মো. আনোয়ার হোসেন, ফাস্ট ফার্মা সীডের ফকরুল ইসলামসহ সিনজেনটা, বায়ার, পেট্রোকম, জায়ান্ট এগ্রো, পারটেক্সসহ প্রায় ২৫টি কোম্পানির সিনিয়র কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আলোচনায় হাইব্রিড সীড উৎপাদন ও বাজারজাতকরণের সমস্যাগুলো চিহ্নিত করা হয় এবং সকলের মতামতের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তগুলো লিখিত আকারে পরবর্তীতে সকল অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কাছে প্রেরণ করা হবে।
সভায় সভাপতিত্ব এবং ডিনারের আয়োজন করেন সুপ্রিম সীডের এমডি জনাব এ এইচ এম হুমায়ুন কবির।