গার্মেন্টস সেক্টরে ছড়িয়ে পড়া অস্থিরতার পেছনে একটি গোষ্ঠীর উস্কানি রয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সাভারে একজন শ্রমিকের নিহত হওয়ার ঘটনায় প্রথমে শ্রমিকদের মধ্য থেকেই গুলি চালানো হয়, যা পরিস্থিতিকে সহিংস করে তোলে। তিনি আরও জানান, গুজব ছড়িয়ে শ্রমিকদের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়ানো হয়েছে, এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাল্টা গুলি ছুঁড়তে বাধ্য হয়েছে।
নিহত শ্রমিকের ঘটনায় দুঃখ প্রকাশ করে আসিফ মাহমুদ জানান, নিহতের পরিবারকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে এবং যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করার কাজ চলছে।
তিনি আরও বলেন, যেসব গার্মেন্টস মালিক বেতন পরিশোধ করেননি, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে এবং বকেয়া বেতন আদায়ে চাপ প্রয়োগ করা হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।