নিরপেক্ষতার নামে আওয়ামী লীগ পুনর্বাসিত না হওয়ার আহ্বান জানালেন বিএনপি নেতা আব্দুস সালাম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “নিরপেক্ষতার নামে যেন আওয়ামী লীগ পুনর্বাসিত না হয়।”
রাজশাহী মহানগরীর বাটার মোড়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে আয়োজিত বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী জেলা ও মহানগর বিএনপি সমাবেশটির আয়োজন করে।
আব্দুস সালাম বলেন, “আপনাকে (অন্তর্বর্তী সরকার) আমরা এনেছি শেখ হাসিনাকে বিদায় করার জন্য। তাই নিরপেক্ষ সরকার হওয়ার চেষ্টার প্রয়োজন নেই। জনগণ খেয়াল রাখছে যেন আওয়ামী লীগ আর পুনর্বাসিত না হয়।”
বিএনপি নেতা বলেন, “আমাদের শপথ নিতে হবে, যাতে ভারতীয় তাঁবেদার সরকার বা তাদের মতাদর্শ ক্ষমতায় ফিরে না আসে। শেখ হাসিনা বিদায় নিলেও গণতন্ত্র পুরোপুরি ফেরেনি। তারেক রহমান এখনও দেশে ফিরতে পারেননি। তাই দ্রুত কার্যকর নির্বাচনের আয়োজন করতে হবে।”
আব্দুস সালাম অভিযোগ করেন, “রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ আওয়ামী লীগের নেতারা ভারতে পালাচ্ছেন। অথচ সীমান্তে সাধারণ কৃষক ও শ্রমিকদের হত্যা করা হয়। আমরা সরকার ও ভারতীয় প্রশাসনের কাছে জানতে চাই, তারা কীভাবে সীমান্ত পার হচ্ছে?”
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারকে সমালোচনা করে তিনি বলেন, “চাল, ডাল, তেল, লবণসহ জিনিসপত্রের দাম দ্রুত কমান। জনগণ স্টেডিয়াম নয়, সুষ্ঠু নির্বাচন চায়।”
গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, “লাঠি সযত্নে রাখুন। ষড়যন্ত্রকারীরা গণতন্ত্র ভুলুণ্ঠিত করার চেষ্টা করলে তা প্রতিহত করতে প্রস্তুত থাকুন।”
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা। বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা শফিকুল হক মিলন, আবু সাঈদ চাঁদ, আবু বকর সিদ্দিক, দেবাশিষ রায় মধু এবং নজরুল হুদা।
সমাবেশ শেষে বাটার মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।