শিরোনাম

বকেয়া পরিশোধ না করলে ৭ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে আদানি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
ছবি : সংগৃহীত

বাংলাদেশকে জানানো হয়েছে, ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করলে ৭ নভেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে আদানি পাওয়ার। এমন তথ্য ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আদানি পাওয়ার আগে ৩১ অক্টোবরের মধ্যে এই পাওনা পরিশোধ এবং ১৭০ মিলিয়ন ডলারের একটি লেটার অফ ক্রেডিট (এলসি) জমা দেওয়ার শর্ত দেয়। তবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) কৃষি ব্যাংকের মাধ্যমে এলসি জারি করতে চাইলে তা পাওয়ার চুক্তির শর্ত মেনে হয়নি বলে সূত্রের বরাতে জানা গেছে। ডলার সংকটকেও এ ঘটনার একটি কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ফলে, আদানি পাওয়ার ঝাড়খন্ড থেকে ৩১ অক্টোবর থেকেই বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে, যা বাংলাদেশের বিদ্যুৎ সংকটকে আরও প্রকট করে তুলেছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিবি) ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে যে ঝাড়খন্ডের গড্ডা প্ল্যান্ট, যার স্থাপনক্ষমতা ১,৪৯৬ মেগাওয়াট, সেখানে থেকে বাংলাদেশে ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।