শিরোনাম

উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

এদিনের বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইনের সংশোধিত খসড়াটি অধ্যাদেশ হিসেবে অনুমোদনের জন্য উপস্থাপন করার কথা রয়েছে।

এর আগে প্রস্তাবিত সংশোধনীতে মুক্তিযুদ্ধকালীন সরকারসহ আরও চারটি শ্রেণির স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আজকের বৈঠকে এই ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ শব্দের সংজ্ঞা চূড়ান্ত করার সম্ভাবনা রয়েছে।