শিরোনাম

আগামীর বাংলাদেশে আ.লীগের কোনো জায়গা হবে না : নুরুল হক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দেশকে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর গলাচিপা পৌর মঞ্চে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য শাজাহান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যের তাগিদ

নুরুল হক নুর বলেন, “বিএনপির মহাসচিবও জাতীয় ঐক্যের কথা বলেছেন। কারণ, বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পর যদি আমরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ি বা স্বার্থের জন্য ব্যস্ত হয়ে যাই, তাহলে ফ্যাসিবাদ দ্রুতই ফিরে আসবে। ফ্যাসিবাদ পুনর্গঠিত হলে বাংলাদেশ ভয়াবহ সংকটে পড়বে।”

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত কী নির্মম ও নিষ্ঠুর নির্যাতন হয়েছিল তা সবাই জানেন। সেই সময়ের বাকশালের কালো থাবা শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রয়োগ করতে না পারলেও ২০০৮ সালে কার্যকর করেছে। এভাবে বাকশালী চিন্তার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না।

বিএনপির সমর্থনের কথা তুলে ধরা

নুরুল হক নুর জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভী গলাচিপা ও দশমিনা অঞ্চলে তাকে সহায়তা করার জন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নির্দেশনা দেন। তিনি বলেন, “জেলা বিএনপির নেতাকর্মীদের থেকে অনেক সহযোগিতা পেয়েছি। তবে কিছু নেতাকর্মীর অসৌজন্যমূলক আচরণ পেয়েছি, যা কাম্য নয়। অনেক বাধা ও ঘাত-প্রতিঘাত পেরিয়ে এখানে এসেছি। তাই ছোটখাটো ধাক্কায় আমাদের দাবানো যাবে না।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের বক্তব্য

স্মরণসভায় মরহুম শাজাহান খানের ছেলে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, তার পিতার আদর্শ অনুসরণ করে তিনি জনগণের সেবা অব্যাহত রাখবেন। এছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আশীষ কুমার সাহা, পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক খান, এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহাবুদ্দিন শিকদারও বক্তব্য দেন।

উপস্থিত নেতাকর্মী

গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন মরহুম শাজাহান খানের স্ত্রী আনোয়ার খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা মো. সোরাভ মিয়া, স্থানীয় বিএনপি, যুবদল এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

  • নুরুল হক
  •