জুলাই-আগস্ট বিপ্লব: শহীদ পরিবার পুনর্বাসনে সরকারের অঙ্গীকার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ হওয়া পরিবারের পুনর্বাসন ও আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় ৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ বরাদ্দের জন্য বিশ্বব্যাংকের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ড. ইউনূস বলেন, “আমাদের অঙ্গীকার হলো, জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ প্রতিটি পরিবারের পুনর্বাসন করা এবং আহত শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ জনগণের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করা। কোনো শহীদ পরিবার বা আহত ব্যক্তি এই পরিকল্পনার বাইরে থাকবে না।”
তিনি আরও বলেন, “প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। যারা বুলেটের আঘাতে দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আমদানি করা হচ্ছে। যাদের প্রয়োজন তাদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে।”
শহীদদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ কার্যক্রম শুরু করেছে। এ ফাউন্ডেশনে সরকার ১০০ কোটি টাকার অনুদান প্রদান করেছে। প্রধান উপদেষ্টা বলেন, “শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে ফাউন্ডেশন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।”
ড. ইউনূস সরকারের ১০০ দিনের কাজের স্বচ্ছতা নিয়ে বলেন, “প্রতিটি মন্ত্রণালয়কে তাদের কাজের বিবরণ নিজেদের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। জনগণ যাতে সব কার্যক্রম সম্পর্কে জানতে পারে, সে জন্য আমার দপ্তরও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।”
তিনি সতর্ক করে বলেন, “সরকারকে ব্যর্থ করতে এবং দেশে বিভেদ সৃষ্টি করতে একটি বিশাল পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। পতিত সরকারের নেতারা পাচার করা অর্থ ব্যবহার করে দেশে ফিরে আসার ষড়যন্ত্র করছে। তাদের সফল হতে দেওয়া মানে জাতির ধ্বংস। ঐক্যবদ্ধ থেকে আমাদের এই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।”
ড. ইউনূস বলেন, “আমরা একটি কল্যাণমুখী সরকার। শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এমন একটি জাতি গড়ে তুলতে চাই, যেখানে সবার জন্য সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হবে। আপনাদের সহযোগিতায় আমরা সেই লক্ষ্য অর্জন করব।”