শিরোনাম

খুললো আশুলিয়া শিল্পাঞ্চলের সকল কারখানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

আশুলিয়া শিল্পাঞ্চলের বন্ধ কারখানাগুলো পুনরায় চালু হয়েছে। তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র নেতারা কারখানাগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকদের নিয়মমাফিক বিভিন্ন কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। এর আগে, সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে মালিক-শ্রমিক প্রতিনিধি ও যৌথবাহিনীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বিজিএমইএ’র পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি আন্দোলনে অংশ নেওয়া কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা হবে না। নারী-পুরুষ বৈষম্য দূর করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

তাছাড়া, শ্রমিকদের টিফিন বরাদ্দের সঙ্গে অতিরিক্ত ১০ টাকা যোগ হবে এবং হাজিরা বোনাস হিসেবে মাসিক বেতনের সঙ্গে ২২৫ টাকা প্রদান করা হবে।

  • usharbani
  • ঊষারবাণী
  •