শিরোনাম

জাবিতে ছাত্রলীগ নেতা হত্যাকান্ডে আরেক শিক্ষার্থী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যা মামলায় মাহমুদুল হাসান রায়হান নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শামীম হত্যা মামলার ৩ নম্বর আসামি রায়হান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।

পুলিশ জানায়, রায়হানকে দুপুরের মধ্যে আদালতে হাজির করা হবে এবং তার ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। বাকি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়, যা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে উত্তপ্ত করে তোলে। সাধারণ শিক্ষার্থীরা দ্রুত বিচারের দাবি জানায়।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250