শিরোনাম

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা হচ্ছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

সরকার বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি সব ধরনের সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আগামী সাত দিনের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠক শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোকলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “সরকারি, আধা-সরকারি, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানে চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।”

বিসিএস পরীক্ষার ক্ষেত্রে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান সিনিয়র সচিব।

এর আগে, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আবেদন ফি কমিয়ে ৩৫০ টাকা এবং মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে ১০০ করার প্রস্তাব করেছিল। তবে সরকার আরও ছাড় দিয়ে আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করেছে।

এই সিদ্ধান্ত অনুযায়ী, ৪৭তম বিসিএস থেকে আবেদন ফি কমানো এবং ৪৪তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষার নম্বর পরিবর্তনের বিষয়টি কার্যকর হবে।

  • usharbani
  • ঊষারবাণী
  • বিসিএস
  • সরকারি চাকরি
  •