শিরোনাম

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যা বললেন সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে কোনো বাহ্যিক বা রাজনৈতিক শক্তি জড়িত ছিল কিনা, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত একটি ফটো প্রদর্শনীতে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি দেশের জন্য জীবন উৎসর্গ করা ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হারাতে হয়েছে। প্রদর্শনীর ছবিগুলো দেখতে দেখতে তিনি স্মৃতিচারণ করেন এবং বলেন, “আমি নিজেই এই ঘটনার চাক্ষুষ সাক্ষী। বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। যারা শাস্তি পেয়েছেন, তারা সেটার যোগ্য ছিলেন। তবে বাইরের কোনো শক্তি বা রাজনৈতিক প্রভাব এতে সংশ্লিষ্ট ছিল কিনা, তা অবশ্যই বের করে আনতে হবে। ঘটনাটিকে যারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, তারা দেশের কল্যাণ করছেন না।”

তিনি আরও বলেন, “২০০৯ সাল থেকে অনেকেই শাস্তি ভোগ করছেন, কেউ কেউ দাবি করছেন যে তারা অন্যায়ভাবে শাস্তি পেয়েছেন। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর শৃঙ্খলার মধ্যেই থাকতে হবে। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী এখনো সুসংগঠিত আছে কারণ তাদের মধ্যে শৃঙ্খলা বজায় রয়েছে।”

নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, “আমরা নির্বাচনমুখী হচ্ছি এবং পূর্বঘোষিত ১৮ মাসের সময়সীমার মধ্যে ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।”

সবার মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “দেশের স্বার্থকে সবার আগে রাখতে হবে। হানাহানি করে লাভ নেই, কারণ তাতে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমি সবাইকে সতর্ক করছি—পরে যেন কেউ বলতে না পারে যে সতর্ক করা হয়নি।”

তিনি আরও উল্লেখ করেন যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশকে ঐক্যবদ্ধ রাখতে যথাসাধ্য চেষ্টা করছেন।