অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মানিক দেওয়ান বলেছেন, বাংলাদেশের সেনাবাহিনী বর্তমানে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং যেকোনো শত্রু মোকাবিলায় সক্ষম। তিনি উল্লেখ করেন, বর্তমান সেনাবাহিনী আর ১৯৭১ সালের মতো নয়। প্রশিক্ষিত সৈনিকরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত। শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংক্ষিপ্ত সমাবেশ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
লেফটেন্যান্ট কর্নেল মানিক দেওয়ান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী এখন যুদ্ধ উপযোগী। আমাদের সশস্ত্র বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত ও আধুনিক যুদ্ধে অংশ নিতে সক্ষম। দেশ রক্ষায় আমরা যেকোনো শত্রুকে মোকাবিলা করতে প্রস্তুত।”
অনুষ্ঠানের আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আহসান উল্লাহ বলেন, “বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিতে বসবাস করেছে। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তারা মনে করছে, বিগত সময়ে পাওয়া সুযোগ-সুবিধা এখনও তারা পাবে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন প্রভুত্ব নয়, বন্ধুত্ব চায়।”
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাওয়া ক্লাব থেকে শুরু হয়ে জাহাঙ্গীর গেট সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শেষে আবার রাওয়া ক্লাবের মাঠে সমাপ্তি ঘোষণা করা হয়।