শিরোনাম

সেনা কল্যাণের প্রতিষ্ঠান ও এটিএম বুথে ভাঙচুর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতির দাবিতে ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন রিকশা চালকরা। তাদের অবরোধের কারণে রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ধাওয়া দিলে আন্দোলনকারীরা মহাখালী সেনা কল্যাণ সংস্থার (এসকেএস) শপিং সেন্টার এবং একটি ব্যাংকের এটিএম বুথে ভাঙচুর চালান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, রিকশাচালকরা মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন, যার ফলে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের সড়ক ছাড়ার অনুরোধ জানালে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ধাওয়া দিলে বিক্ষোভকারীরা এসকেএস শপিং সেন্টার এবং একটি ব্যাংকের এটিএম বুথে হামলা চালান। এছাড়া, আন্দোলনে বহিরাগত ব্যক্তিদের অংশগ্রহণেরও অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হন।

  • usharbani
  • ঊষারবাণী
  • সেনা কল্যাণের প্রতিষ্ঠান
  •