বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নেতাকর্মী ও সমর্থকদের জন্য একটি জরুরি নির্দেশনা জারি করেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই নির্দেশনাগুলো জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দলীয় নেতাকর্মীদের প্রথম কাজ হলো তৃণমূলের পাশে থাকা। যে কোনো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইল [info@albd.org]-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়া নির্দেশনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানি বা প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গত জুলাই মাসের শেষ থেকে আগস্টের শুরু পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ডের ঘটনার ছবি ও ভিডিও টুইটার (এক্স), ফেসবুক এবং ইউটিউবে প্রচার করতে বলা হয়েছে, যাতে দেশবাসী জানতে পারে গত দেড় মাসে আওয়ামী লীগের ওপর কীভাবে নির্যাতন হয়েছে।
আবারও বলা হয়েছে, জনগণের আস্থা অর্জনের জন্য উসকানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে যে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে, তা দেশের মানুষকে জানাতে হবে। বর্তমান সরকারের কাছে দাবি জানানো হবে যেন সকল হামলার বিচার হয় এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করা হয়।