আওয়ামী লীগ সরকার পুলিশের অপব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মায়ের ডাক’ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এই সমাবেশে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেন।
সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার পুলিশের ব্যবহারকে অপ্রয়োজনীয়ভাবে পরিচালিত করেছে। তিনি উল্লেখ করেন, “দল-মত নির্বিশেষে যখন সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে, তখনই শেখ হাসিনার সরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।”
তিনি আরও জানান, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে এখনো মামলা দায়ের ও প্রত্যাহারের ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ উঠছে। এ পরিস্থিতিতে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “আমরা আর ভারতের সঙ্গে কোনো অসম সম্পর্ক মেনে নেব না। কেউ ধর্ম বা জাতির নামে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করলে তা প্রতিহত করব। আমাদের ঐক্যই এমন কোনো ষড়যন্ত্রকে ব্যর্থ করবে। আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান হতে দেব না।”
সেনাবাহিনীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, “যাতে কেউ বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”
উল্লেখ্য, ‘মায়ের ডাক’ আয়োজিত এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধি, গুম কমিশনের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা অংশ নেন।