দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৫ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়ার সমাপনী অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন।
প্রধান উপদেষ্টা বলেন, *‘যে খেলোয়াড় যত বেশি প্রস্তুতি নেয়, তার জয়ের সম্ভাবনাও তত বেশি থাকে। যুদ্ধক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ কৌশল ও দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়।’*
তিনি সেনাবাহিনীর সদস্যদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে এবং নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। একইসঙ্গে মহড়ার সফল আয়োজনের জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।