বর্তমানে বাংলাদেশ কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, বর্তমান সময়ে বৈশ্বিক এবং কৌশলগতভাবে বিশ্ব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, এবং বাংলাদেশও এর বাইরে নয়। তিনি আরও বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে দেশবাসীকে আরও ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময়, তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করে বলেন, শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন কার্যক্রমে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।