ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা দুইটার দিকে ডাকাত দল ব্যাংকে হামলা চালায়।
ব্যাংকটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। ডাকাতরা ব্যাংকে প্রবেশ করার পরপরই নিচতলার ব্যবসায়ীরা তাদের উপস্থিতি টের পান। এরপর তারা ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজা বন্ধ করে দেন।
খবর পেয়ে র্যাব ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘিরে ফেলে। জানা গেছে, ডাকাতরা ব্যাংকের ভেতরে কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে রেখেছে। পুলিশের মতে, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ব্যাংকের আশপাশে সাধারণ মানুষের ভিড় জমে যায়।