শিরোনাম

ভারতীয় পাচারকারীদের গুলি করে কিশোরীকে উদ্ধার করল বিজিবি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মানবপাচার চক্রের হাত থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর সীমান্তের কুমিল্লাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক পাচারকারীদের পরিচয়

আটক হওয়া পাচারকারীরা হলেন:

  • আব্দুল মান্নান (৩১), পিতা- ইলাহি মণ্ডল, গ্রাম- বাঘাডাঙ্গা, মহেশপুর
  • রুবেল (৩২), পিতা- আবু তালেব খলিফা, গ্রাম- বাঘাডাঙ্গা, মহেশপুর
  • হৃদয় হোসেন (২৯), পিতা- রেজাউল ইসলাম, গ্রাম- বাঘাডাঙ্গা, মহেশপুর

উদ্ধার হওয়া কিশোরীর বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায়।

ঘটনার বিবরণ

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সীমান্ত পিলার ৬০/৪৭-এর কাছে ভারত থেকে ৭-৮ জনের একটি পাচারকারী দল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি টহলদল তাদের ধাওয়া করলে পাচারকারীদের কয়েকজন ভারতের ভেতরে পালিয়ে যায়।

ধাওয়া করার সময় তিনজন পাচারকারীকে আটক করে বিজিবি। উদ্ধার করা হয় পাচারের শিকার এক কিশোরীকে। তবে এ সময় ৩-৪ জন ভারতীয় মানবপাচারকারী ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের আক্রমণের চেষ্টা করে। আত্মরক্ষার্থে বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, ফলে ভারতীয় দালালরা পালিয়ে যায়।

পাচারের শিকার কিশোরীর অভিজ্ঞতা

বিজিবির জিজ্ঞাসাবাদে কিশোরী জানান, তাকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে টিকটক ভিডিও করার কথা বলে ভারতের কলকাতায় পাঠানো হয়। সেখান থেকে তাকে মুম্বাইয়ে পাচারের পরিকল্পনা ছিল। কলকাতায় অবস্থানকালে সে আরও কয়েকজন বাংলাদেশি কিশোরীর সঙ্গে পরিচিত হয়। মুম্বাই যেতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। অসুস্থ হয়ে পড়লে তার অভিভাবকের সঙ্গে ভারতীয় দালালরা যোগাযোগ করে এবং তাকে ফেরত পাঠানোর বিনিময়ে ৪০ হাজার টাকা দাবি করে। টাকা পাওয়ার পর বৃহস্পতিবার মহেশপুর সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বিজিবির পদক্ষেপ ও মামলা

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হবে। আটক তিন পাচারকারীকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

  • বাংলাদেশ
  • বিজিবি
  • ভারত
  •