শিরোনাম

দেড় লাখ টাকায় দেশ ছাড়লেন বিপ্লব কুমার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

পাচারকারিদের সহায়তায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন বলে জানা গেছে। এ সংক্রান্ত কয়েকটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে।

এ ঘটনায় পাটগ্রামের ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করে। তবে, তাকে জিজ্ঞাসাবাদ করে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি বলে জানান পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।

এদিকে, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫১ রংপুর ব্যাটালিয়ন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

পাটগ্রাম থানার সূত্রে জানা যায়, পাচারকারি শুভ নামের এক ব্যক্তি রংপুরে টাকা সংক্রান্ত বিরোধের জেরে ধরা পড়লে, তার কথোপকথনে বিপ্লব কুমার সরকারের অবৈধভাবে ভারতে প্রবেশের তথ্য উঠে আসে। কথোপকথনে শুভ দাবি করেন, দহগ্রামের কিছু ব্যক্তির সহায়তায় বিপ্লব কুমার সরকারকে সীমান্ত পেরিয়ে ভারতে পাঠানো হয়, যার বিনিময়ে ১.৫ লাখ টাকা নেওয়া হয়।

এ ঘটনায় পাটগ্রাম থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিজিবিও তদন্তে নেমেছে এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। যদি তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • usharbani
  • ঊষারবাণী
  •