মহান বিজয় দিবস উপলক্ষে আগামী সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকা মহানগর ছাড়া দেশের সকল জেলা ও মহানগরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর (ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি) ব্যতীত দেশব্যাপী সকল জেলা ও মহানগরে এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।