জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় দেশব্যাপী ৮৪৮ জন নেতাকর্মী নিহত হওয়ার অভিযোগে বিএনপি শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ অভিযোগ দায়ের করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান।
মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। বিএনপি ট্রাইব্যুনালে অভিযোগের সঙ্গে অডিও-ভিডিও প্রমাণ, ৮৪টি মামলার এজাহার এবং নিহতদের তালিকা দাখিল করেছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে কোটাবিরোধী আন্দোলনে তাদের সমর্থন ছিল এবং দলের নেতাকর্মীরা এতে সক্রিয়ভাবে অংশ নেন। তারা দাবি করেন, ওই সময়ে সংঘটিত সহিংসতায় ৮৪৮ জন নিহত হয়েছেন। এ সংক্রান্ত পত্রিকার প্রতিবেদন, অডিও-ভিডিওসহ অন্যান্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। বিএনপি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে।