শিরোনাম

সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ফাইল ছবি

চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান উপস্থাপন করবে বিএনপি।

সূত্র জানিয়েছে, শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারাদেশে ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেয় বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকা থেকে দেশে ফিরবেন। ওইদিনই দলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে। এরপর সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

চলমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে ক্রমাগত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দলটি জানায়, সরকার যদি এসব নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। পাশাপাশি, কোনো উসকানিতে কেউ যেন নৈরাজ্য সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।