আজ (২৪ ফেব্রুয়ারি ২০২৫) ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC)-এ অনুষ্ঠিত “Seed Marketing and Supply Chain Management in Bangladesh” শীর্ষক সেমিনারে বাংলাদেশ সীড এসোসিয়েশনের এর মহাসচিব , কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন।
এই সেমিনারে দেশের কৃষি খাতের উন্নয়ন, বীজ বিপণন এবং সরবরাহ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ড. আলী আফজাল তাঁর দীর্ঘদিনের গবেষণা এবং অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের কৃষিক্ষেত্রে উদ্ভাবন, উন্নয়ন, সম্ভাবনা এবং চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
বারস-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সেমিনারে দেশের বরণ্য কৃষিবিদগন অংশগ্রহণ করেন। ড. আলী আফজাল তাঁর বক্তব্যে বীজ সরবরাহ চেইনের উন্নয়ন, কৃষকদের জন্য উচ্চফলনশীল বীজের প্রাপ্যতা এবং কৃষিভিত্তিক ব্যবসার সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া, ড. আলী আফজাল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং কৃষিবিদ গ্রুপের অধীনে ২৯টি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন।